T3 || কালির আঁচড় পাতা ভরে, কালী মেয়ে এলো ঘরে || লিখেছেন অমিতাভ সরকার

দোষ
আমি রোজ তাহাকে দেখি
দিনে দুইবার পোশাক পরিবর্তন করিয়া থাকে
এক-ভীত হইলে দুই- উৎসাহ পাইলে
উহার ঊর্ধ্বভাগ অংশত দৃশ্যমান
চাহনির আবেদনময়ী হাসি
নিম্নভাগে প্রবৃত্তির দুষ্ট প্রভাব
যৌবনের সহজাত চপলতা
আমার ইন্দ্রিয়তাড়িত রিপু অস্থির করিয়া তোলে
স্নান সারিবার পর উহার দীর্ঘ
কুঞ্চিত কেশরাশি মুক্ত সুডৌল গাত্রে জলসেচন করিয়া দেয়
সুন্দরীর দেহসৌষ্ঠব যতখানি লাবণ্যময়ী
কথা কহিলে তাহা সম্পূর্ণরূপে নগ্ন হইয়া পড়ে
এত স্পষ্ট যে এই রূপ পূর্বে আমি কাহারো মধ্যে প্রত্যক্ষ করি নাই
আজিও দেখিলাম
কল্যও দেখিয়াছি
পরশ্বও দেখিব
জীবনের আস্ত কাল অতিবাহিত হইয়া গেল
তথাপি
কাহাকে দেখিলাম
আজও বুঝিতে পারিলাম না
ভাবিতে ভাবিতে সকাল হইয়া আসিল।