T3 সাহিত্য মার্গ || ১৫০ তম উদযাপন || সংখ্যায় আবদুস সালাম

অনেক অনেক শুভেচ্ছা
শূন্যতার অধিকার চর্চা
আবদুস সালাম
শূন্যতার মহা গর্জন ধ্বনিত হলে মানবিক প্রবৃত্তির অভিধান পাল্টে যায় নিয়ত
পরিবর্তনের হাত ধরে শিখে নিলাম কাপড় পড়া থেকে কামান দাগা
আদিম রসায়ন মেখে স্থলিত হয় আবেগ
গর্জন ধ্বনিত হয় সংবিধানের পাড়ায়
মেঘের বাঁটে লাগায় চুমু
ঝরে পড়ে নিষিদ্ধ চেতনার রূপান্তরকামী অবিমৃষ্য দর্পণ
তীব্র ভাবে লালিত হয় অস্তিত্ব বোধের কৌশলী ঢেউ
শূন্যতার ধুধু মাঠ
স্বপ্নেরা ভেঙে ভেঙে নাচে নগরীর দালানে
সভ্যতার সুন্দরীরা শুকায় চুল
বেজে ওঠে হারমোনিয়াম—-
অন্তরমুখী পরিবারে চোখ রাঙায় রাষ্ট্র
আত্মখন্ডের বিষয় হীন শিকড় ছিঁড়ে দেয় পুলিশ
সার্বিক উঠোনে আঁকা হয় অভিব্যক্তির ইতিহাস
জেগে ওঠে প্রবৃত্তির বুদ বুদ
বিষন্নতার মেঘ পাড়ি জমায় ফলক হীন মাঠে
সমাপ্তি শূন্য অনুষঙ্গ ঝরে পড়ে বারবার
মৃত্যু আসে শূন্যতার আলিঙ্গন মেখে
ধ্বনিত হয় শূন্যতার মহাগর্জন
এভাবেই দিনের শেষে রাত শূন্যতার আলিঙ্গনে ধাবিত হয় নিষ্ফল আঁধারের দিকে।