T3 সাহিত্য মার্গ || ১৫০ তম উদযাপন || সংখ্যায় অমিতাভ সরকার

ঘাসের কলম

এইখানে মাঠ অনেক দূরে
ঘরগুলো পর অচিনপুরে
আসছে যাচ্ছে মুখ দেখাচ্ছে
দুঃখ দিয়ে হাসি পাওয়াচ্ছে
খোঁজের খেলায় লজ্জা সে চুপ
ফেসবুকে বুক দেখা লোলুপ

ফাঁকির বাকি সবুজ সাড়া
দুয়ারে দম গতির তাড়া
চাকরি ঠাকুর নাকের ডগায়
সুযোগ অযুত বুঝতে না চায়
বেরোয় বেঘর আয়েশ পরে
মুহূর্তটাও নষ্ট করে

কষ্ট যাদের ভাগ্যে মারে
তারাই কি আর লড়তে পারে
পায়ের তলায় হাসির চাকা
চোখদুটো জল গোল্লা পাকা
সুন্দর মনে সুন্দর লোক
বৃষ্টির পাড়া রোজ দুর্ভোগ

গণ্ডগোলের রাস্তাঘাটে
বল নিয়ে গোল খেলার মাঠে
লোভের আঙুল অসুখ চাটে
কথায় সুতোর বাঁধন কাটে
একার মতে ফ্রিতেই আসার
এবার সময় খাবার কেনার

আসল রূপটা সবাই চিনুক
ছুটির দামে রসিদ কিনুক
শান্তি পেলে সবাই ভালো
ছুটছে আকাশ মনের কালো
পাগলা এসে রং মাখালো
আমার দিকে যেই তাকালো

অমনি এসে সজোরে চড়
সরছিল না যে একটুও তর
তারপরে ঘর আলোর দুখে
ইচ্ছেগুলো রাখল টুকে
আপন জনের গানের খাতায়
শিশির ভেজা অবুঝ পাতায়

বৃষ্টির আগে দমকা হাওয়া
ভুলের নৌকা ওপার বাওয়া
কূল ভুলে ফুল ইমানদারি
আজকে যে নাও যেতেই পারি
জীবন যখন রোদের দামে
কাজ করে মন ক্ষণিক ঘামে

কথার সেতার পরিবেশনায়
যার যা না সয় ওঠায়-বসায়
বিষয় আশয় অপাঙক্তেয়
তার চেয়ে দূর অনেক শ্রেয়
কোথাকার জল কোথায় গড়ায়
সংসারে পথ আবার পড়ায়।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।