কবিতায় বলরুমে অমিতাভ সরকার

মহাকাল পথে ঋষি
মনের খেয়ার দেশে জলের অভাব
ভুল বোঝা স্বাভাবিক কবির স্বভাব
নদীর প্রবাহে তিনি অনন্ত শয়ান
রাখালিয়া বাঁশি সুরে প্রেমের বয়ান
দূরে দূরে ভবঘুরে ঘর খুঁজে যায়
যার আছে অনেক কিছু শব্দ হারায়
ফিরে যাও ব্যথাপাখি শান্তি যে দেশ
কষ্ট যেখানে আলো, মায়াময় ; শেষ
সুখচরে বর্ণনা ভালোবাসা স্তব
ঋতুতে গরম ও শীত অতিবাস্তব
সময় ক্রিয়ান্বয়ী কুয়াশা বিচার
মাটির ধুলোও চায় জল আছে যার…