নির্বাচিত কবিতায় অসীম সাহা
সোনালি ঘুঙুর
আমার কবিতাগুলো খোলা পায়ে হেঁটে গেলে
দিগন্তের মেঘগুলো কথা বলে প্রেমিকার মতো;
আর মেঘনাদ যজ্ঞাগার পার হয়ে
মেঘের আড়াল থেকে সমবায়ী যুদ্ধে দাঁড়ায়।
এ কেমন যুদ্ধ আজ?
বাতাসের দেখা নেই, ন্যাটোবাহিনীর সৈন্য
যুদ্ধের মাঠ থেকে ফিরে যাচ্ছে মৌলিক ফুলের বাগানে।
জলপাই পোশাক থেকে উড়ে যাচ্ছে সুগন্ধী কর্পূর।
নদী থেকে রুপালি মাছের দল মার্চ পাস্ট করতে করতে
চলে যাচ্ছে যার যার প্রেমিকার অন্দরমহলে।
আজ থেকে প্রেমহীন পৃথিবী নিয়ে কোনোদিন
আর কোনো সৈনিক অস্ত্র হাতে ঢুকবে না
রক্তাক্ত মগজের কোষে।
কাঁটার ভেতর থেকে আজ রাতে
জন্ম নেবে হৃদয়ের সোনালি ঘুঙুর।