কবিতায় বলরুমে অমিতাভ সরকার

বিছে
মুখটা চেনা
শাড়ি পরে অন্যরকম লাগছে
চাহনিও বেশ জোরালো
শরীরের প্রতিটি ভাঁজে মেঘের সবুজ উত্তুঙ্গ পর্বতমালা
পাহাড়ে চোখ নামতেই উপচে পড়ছে বসন্তের আদুরে বাতাস
নদীর বাঁকগুলো গরমে আরও ভয়ঙ্কর
ইচ্ছে থাকলেও
তাকিয়ে থাকার উপায় নেই
সামনে অনেক রাস্তা…
পার ছুঁলেই বৃষ্টির সম্ভাবনা
পিছন ফেরাটাও সে মুহূর্তে চাপের
শুধু কথায় তখন আর গল্পের চিঁড়ে ভিজবে না
সমর্পনেও আরও বেশিকিছু…
সেইজন্যই কবি হওয়ার পর থেকেই আমি আর হাতে ঘড়ি পরি না।