কাব্যানুশীলনে আদিত্য সেন(সৌম্য গাঙ্গুলী)

মাধবীলতা ও আইভরি বিকেল
তোমার চোখের ওই কাজলমাখা রূপটানের আড়ালে
ভালোবাসার লালিমা আঁকা।
যেন এক মায়াবী দেশের অপরূপা তুমি,
তোমার দৃষ্টির অতলে আছে
পূর্ণতা সোহাগী প্রেমাকর্ষণ।
তোমার এই চোখ স্রষ্টার প্রেমে গড়া
তাই প্রেম প্রীতি সোহাগে ভরা ।
তোমার ঠোঁটের হাসিতে আছে আমার প্রতিবিম্ব
যেন মনে হয় চোখের নিচে জমে থাকা কাজলের রেখায় যাযাবর আমি।
যা এক স্বপ্নের মতো রাজপথে হেঁটে চলেছে..
যখন তোমার অবাধ্য লক্ষ্মীছাড়া চুল এসে পড়ে তোমার কপাল বেয়ে,
কোনও উর্বশী জলপ্রপাতের মতো তখন
তোমার চোখের সরলতায় আমার স্বপ্নের রঙ মাখি অদ্ভুত এক টান
কি জানি
মনের ভুলে, দু চোখ তুলে যেদিন তোমার ওই চোখ দেখেছি।