|| বাইশের বাইশে শ্রাবণ একটু অন্যরকম || বিশেষ সংখ্যায় অমিতাভ সরকার

প্রেমের অভয়ারণ্যে
যদি খুব ভুল না হয় আপনার সঙ্গে আবার আমার পাক্কা দশ বছর পর দেখা। শেষবার যখন দেখা হয় আপনি কথা বলতে চেয়েছিলেন, আমি কোন একটা কাজে যেন চলে এসেছিলাম।
সেই প্রথমবার। আর দেখা হয়নি।
মাঝে সময়ের অনেকখানি রাস্তা চলে গেছে। টাল সামলাতে না পেরে অনেকেই থমকে গিয়েছে নিরুদ্দেশের ঢেউয়ের ভয়াল ওপারে, কিছু আবার চেষ্টা করে করে স্বীকৃতির প্রত্যাশায় ক্লান্তির নিটোল ছায়ায় বসে ঘ্রাণ নিচ্ছে অদৃষ্টের অদৃশ্য পোতাশ্রয়ে, মুষ্টিমেয় কেউ কেউ আবার আমার মতো ভালোবাসা নদীর পাঠশালায় দীর্ঘদিন ধরে বসে আছে একটু জলের আশায়। কষ্টের কষাঘাতে জমির মাটি আজ ভিজে ফুটিফাটা। যেটা চাই পাই, তবে বেশিদিন আমার থাকে না। আমি বুঝতে পারি, তবে কিছু বলি না।
আজ যখন আপনাকে ‘পথ চলা’ দিতে গিয়েছিলাম, শুনলাম আপনি চলে গিয়েছেন। এখন যিনি এসেছেন তিনি খুব একটা নাকি কথা বলেন না। তাও যদি বলা যেত হয়তো… কিন্তু সে সময়ও পার হয়ে গেছে অনেকক্ষণ আগেই।
শুনলাম, আমার পাশ দিয়েই নাকি উনি চলে গেলেন। চিনি না, তাই আর দেখা হল না।
আপনি কিন্তু আমার কাছে ঠিক সেই একইরকমই রয়ে গেলেন।