কবিতায় বলরুমে অমিতাভ সরকার

মায়া
মনটাই সবচেয়ে বড়ো রথ
যেদিকে টানবেন সেদিকেই দৌড়বে
একদিকে বলরাম অন্যদিকে সুভদ্রা একপাশে জগন্নাথ
অভিধা তারও উপরে
আমরা তাতেই ফুল দিয়ে পুজো করি
আধিক্যের সব সময়ই দাম বেশি
তবু চাকাদের কোনো কষ্ট থাকতে নেই
রোদ বাড়লে হল্কা
বেশি বৃষ্টি হলেও জ্বালা
ঠাণ্ডায় বুদ্ধিটাও পোশাকের আড়ালে
সবদিকেই চিন্তা
শরীরটাই সবাই দেখে
কেউ ভাবে না, আসলে সবই…
বয়স হলে মানুষের তিনটে ঘর লাগে
প্রথমটা কেউ এলে বসতে দেওয়ার জন্য
আরেকটা দেখাশোনার লোকের জন্য
একটা শুধু নিজের শোয়া বসার জন্য
ঘর বাইরে তখন সবই তো আপন
টাকা আর লোকবলই সব
টাটা বিড়লাই হোক বা অতি সাধারণ যেই হও না
কার হিসেব যে কোথায়…
এত টানাটানিতে এবার টানটাই না ছিঁড়ে যায়