গদ্যের পোডিয়ামে অমিতাভ সরকার

যখন চাঁদ ওঠেনি…
বয়সের ঘরে চিন্তাটা বাড়ছে বেশি
কাছেপিঠে কিছু হাঁটাচলা করা ভালো
মনে করলেই পথও যে এগিয়ে চলে
সুবিধার বেশে পাল্টেছে দিনকালও
আজ সকালে তো অনেকটা দূর গেলাম
একই রাস্তায় কতদূর এগোনো যায়
কাজ হলো, তবু দু’তিনটে আরও বাকি
ফোন ব্যবহারে চোখ-কান ক্ষতি হয়
আপনাকে আমি চিনতে পাচ্ছি ভালো
আপনি হয়তো আমাকেও…ভাবছেন
রোজই কেন ওই মুখটায় চেয়ে থাকি
এরমধ্যে কিছু খারাপ কি দেখছেন
ভালোবাসা তার ভালোটাই ভালো লাগে
খারাপ হলেই বিপরীতে আচরণ
সর্বনামের বিপদ সবচেয়ে বেশি
একেকজনের পছন্দ এক জীবন।