কবিতায় পদ্মা-যমুনা তে আনোয়ার রশীদ সাগর
by
·
Published
· Updated
কাল্পনিক পৃথিবী
প্রজাপতি প্রসঙ্গ এলেই বুদ্ধিজীবীরা বুদ্ধি বেচে বেচে খায়
পাখা ভেঙে ভেঙে, পড়ে পড়ে প্রজাপতিরা ছটফট করে,
সূর্যাস্তের পূর্বেই বিদ্যুৎ বাতিতে জ্বালে নির্ভেজাল আলো
দুষণ কোথায় খোঁজে সবাই,অন্ধ-অন্ধকারে ডুবে ডুবে চলে।
হায় প্রজাপতি বুদ্ধিদাতা!- ঘুমায় ভোরে, টক’শতে থাকে সারারাত।
ডানা ভাঙা প্রজাপতিরা রোদ-বৃষ্টিতে ভিজতে ভিজতে মাটিতে বাঁধে ঘর,হয় দুপুর বিকেল এবং সন্ধ্যা;
লুকাতে লুকাতে ঘাসের নিচে পূণর্জন্ম পায় ঘুণপোকা
আবার শুরু হয় লড়াই বেঁচে থাকার লড়াই-
উঠে আসে উপরে, উপরে আরো উপরে;
খেয়ে যায় কীটপতঙ্গে।
শুরু হয় কীটপতঙ্গ নিধন, মরতে থাকে
মরতে মরতে মরতে শুরু হয় রুপান্তর
জন্ম হয় মানুষের,বিপ্লবী মানুষের।-
পুড়িয়ে দেয় সব মিডিয়া,সব বুদ্ধিজীবীর মৃত্যু হয়;
গড়ে ওঠে সাম্যের সমাজ-মানুষের পৃথিবী।