ক্যাফে কাব্যে অর্ঘ্য রায় চৌধুরী

সম্পাদক
তোমাকেই বলি
লিখতে এসেছি তাই
ভোকাট্টা হয়ে গেছি আজ
তুমি তো বন্ধু জানি
লাটাইয়ের সুতো সহ শব্দ সমাজ
লিখতে যারা আসে
তারা বুকে আগুন নিয়ে ঘোরে
পানকৌড়ি নয় তারা
কবিতার আসরে আসরে
কবির শক্তি কি তা জানো?
শব্দরা ঘরবাড়ি, অক্ষর মরেনি এখনও
কবিও মরে না আর – তাই
রাত করে বাড়ি ফিরে এসে
দড়ি আর কলসি নিয়ে
হেঁটে যায় কবিতার কাছে।