|| পঁচাত্তরে পা, সাবালক হলো না? || T3 বিশেষ সংখ্যায় অর্ঘ্য রায় চৌধুরী

বাজারের গান
কেনাবেচায় মেতেছে এ দেশ
খবরও তো হয়
টেবিলের নীচে যত গোপন আঁতাত
পতাকা মাটিতে গেঁথে গলাবাজি চলে
আফিমের গাছ – ধর্ম হাওয়ায় দোল খায়
ভোট নিতে কারা যেন আসে দেবদূত সব,
শান্তির বাণী, স্বর্গের কথা বলে তারা শূন্যে মেলায়
এই তো স্বদেশ, এই তো নিউজ ফিড
আমাদের বিপনন কেচ্ছা
তবুও গাইতে হয় দলবেঁধে সেই উপহাস
“সারে জাঁহাসে আচ্ছা।”