T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় আবদুর রাজ্জাক

বুনোবাতাসের ঢেউ
না, তুমি নেই। কোথাও নেই, থাকলেও আমি তোমাকে
সম্পূর্ণ দেখি না, যেটুকু দেখি, সে টুকু এটুকুই একটি
সমাধিক্ষেত্র, অসংখ্য স্মারকচিহ্নে চিহ্নিত।
আমি সেই সমাধিক্ষেত্রে তোমাকেই খুঁজছি!
কী অদ্ভুতভাবে আমাকে উড়ে যেতে দিয়েছিলে,
পরম আশ্রয় ছেড়ে এই যে যাওয়া!
কখনও কি মনেও হয় না আমিও ছিলাম।
কেনো তুমি উন্মুক্ত করে দিলে সমস্ত বন্ধন?
বুকের ভেতরে এ কোন্ বিষাদ, যা শুধুই খচখচ করে
কাঁটা। ও করুণা কারণে।
তোমারও কি তাই হয়?
তুমি আমার প্রতিদিনের গল্প, বুনোবাতাসের ঢেউ।
যদি কোনোদিন দেখা হয়ে যায়, ধরা কি দেবে প্রবল আমাকে?
হায়!
কে তবে করাতকলে কেটেছে আমার—— এই অপত্য স্নেহকাল?