ক্যাফে কাব্যে অরণ্য রায়

আমি শুধু চুপ করে থাকি –
যদি চিৎকার করি…
যদি বলি তোমাকে ছুঁতে পারিনি;
যদি অশান্ত করে তুলি সব,
সব তোমার যা কিছু আছে
যদি বলি তোমাকে ছোঁব !
যদি বলি সম্পূর্ণ উদাসীন হবার ঠিক আগে
আমি তছ নছ করে দেব সকল স্মৃতির আকাশ !!
যদি বলি তোমাকে ভালোবাসি,
যদি বলি আমি ক্লান্ত,
যদি বলি আমি চিৎকার করতে পারি না;
আমি পারিনা সব ছড়িয়ে ছিটিয়ে ফেলতে
যদি বলি তোমাকে ছুঁতে পারিনা বলে ,
এই কোলাহল ছুঁয়ে আমি শুধু চুপ করে থাকি!