T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় আঁখি রায়

নিস্তেজ আমেজ
বছর ঘুরে আসবে আবার আমাদের মেয়ে ৷
সঙ্গে আনবে সাধের ঘোড়া নতুন সাজে ৷
ছড়িয়ে গেছে খবরখানা তিনলোকে ৷
তবু নীলচে আকাশ করেছে গোসা,কুলুপ মুখে ৷
সবুজ মাঠে খেলছে না আর কাশফুলের দল ৷
দূষকগুলো মর্ত্যটাকে করছে অচল ৷
ধোঁয়া ধুলোর দেঁতো হাসি গিলে নিচ্ছে সব ৷
শিউলি, শাপলা দেবে না দেখা, থাকছে নীরব ৷
মদনা,টিয়া আর বলাকা উড়ে না মেঘের বুকে ৷
রাতজাগা পশুপাখিরা ঘুমিয়ে গেছে অসুখে ৷
চুন বালির এই শহরে নেই স্নিগ্ধ মাটি ।
বিষিয়ে গেছে হাওয়ার বলয়,আছে কি কিছু খাঁটি ?
পুজোর আমেজ,সাবেকি সাজ কোথায় ঢাকের শব্দ ?
উমার আসার খবর পেয়েও সবাই কেমন নিস্তব্ধ ৷