T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় অনুশ্রী রায়

পারিজাত রাগে হিন্দোল জন্মান্তর
নাই বা দেখলে প্রেমিকা রূপে
ফিরে এসো না হয় আরো একবার
জীবনের প্রাঙ্গনে বৃক্ষ হয়ে দাঁড়িয়ে আছি
ফেলে এসেছি পদ্মের পাতায় পাতায় তোমারই জন্য মুক্তোবিন্দু
কচুরী পানার
স্মৃতি স্রোত পেলে ভেসে যাওয়া তার স্বপ্ন নিয়তি
নাই বা দেখলে প্রেমিকা রূপে
ফিরে এসো আরো একবার
আমার চোখের তারায় আকাশ বিছানো নীলের শূন্যতায়
চোখে সুগন্ধী ধোঁয়া নিয়ে
তোমারই পূজোর ধূপ কাঠি
চোখ রাখ দিগন্তে
কালের গাঙড়ে এখনও ভেসে যায় বেহুলা,
তোমারই শরীরে আত্মা স্থাপনে
এসো, নিয়ে চলো দেব সভায় নৃত্যশীল গীত আর আমার সব অসহায় হায়া সেখানে রেখে আসি
চলো, তোমার আত্মা চেয়ে স্বর্গের নর্তকীদের আসরে আরও একবার নাচি
বেঁচে থাকার চেয়েও বাঁচিয়ে তোলার আকুল হৃদয়ে এক নীলকন্ঠী
তুষের ভেতর ভবিষ্যত
সন্ন্যাসে সুজাতার বটসাধনার উপাচার
সুপবনের হাওয়া উড়ে আসে অন্যযুগে
একাকী এক উপেক্ষিতার জানালায়
নাই বা দেখলে আমায়
প্রেমিকা রূপে
তবুও
কৃষকের মেয়ে পায়েস রেঁধে যায় যুগে যুগে
তোমায় নবজন্ম দেবে বলে
তুমি দেখনি আমায় বহুজন্ম
তবুও
গোয়াল ঘরের হোগলাপাতা
জমিয়ে রেখেছে তোমার আমার নীরব গাথা