কবিতায় পদ্মা-যমুনা তে আবদুর রাজ্জাক

মোমরাতের গল্প
বিগত কয়েক বছরে যতগুলি স্বপ্ন দেখেছি তার একটি
সুন্দর তালিকা করেছি,
তুমি বললে, গতরাতের স্বপ্নটা বাদ দিও।আমি
গতরাতের স্বপ্নটা বাদ দিতে বসলাম, অভূত মোম জ্বালিয়ে, দাম্পত্য কলহ জিইয়ে রেখে তোমাকে বললাম:
গতরাতের স্বপ্নটা বাদ দিতে গেলে,
মোমটা নিভিয়ে দিতে হয়।
না না মোম নিভিয়ো না, তোমার নিয়ত ভালো না।
মোমবাতির সলতেটা কাঁপে, সন্তানের জননীও কাঁপে,
আত্মরক্ষার তাগিদে মনুকে বুকে জড়িয়ে সে
ঘুমিয়ে পড়ে।
স্বপ্নের অক্ষত তালিকাটি থাকে বিগলিত মোমের পাশে।
আমাদের তাপ উত্তাপ ছিলো না কথাটা ঠিক
কিভাবে বলবো বুঝতে পারি না।
এটা ঠিক যে-লাল পতাকা উড়ছে, মনুর মা মিথ্যা বলেনি