T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় অঙ্কুশ পাল

যোগনিদ্রা
ঘুম থেকে ঘুমের মধ্যে
এগিয়ে যাই হাজার বছর
দেখি আমার নিদ্রা থেকে
বেরিয়ে আসে দুই ইন্দ্রিয়
লোভ আর ক্ষোভের মতন
ছড়িয়ে যায় চতুর্দিকে
অনন্ত জল ঢেউ খেলে যায়,
মাটির কাছে পৌঁছতে চায়,
গহীন নাভির উৎস থেকে
ভেসে ওঠে ইচ্ছেপূরণ
তবুও আমি অচল থাকি,
কাকে খুঁজি ইচ্ছে জানে,
অনেক স্তুতি করার পরে,
জাগ্রত হয় সেই বিবেক
জাগিয়ে তোলে ঘুমিয়ে থাকা
শিশুর মধ্যে হিংস্রতাকে…
তোমাকে আর পেলাম কোথায়,
ঘুম ভাঙিয়ে পালিয়ে গেলে
এই যে রণক্ষেত্রে যাবো,
জল পেরিয়ে মাটি পাবো?
তাইতো মৃত্যু বেছে নিল
আমার ঊরুর শুস্কতাকে,
লোভ আর ক্ষোভের মৃত্যু দিয়ে
জন্ম নিলাম রিপুজয়ী
তোমায় তবু পেলামনা আর,
গাঢ় ঘুমের উৎসস্থলে
তাই তো এখন যোগেজাগে,
খুঁজে বেড়াই উপচারে!
ঘুমের মতন সবচেয়ে বড়
জাদুকরী কেই বা আছে?