বর্ষায় প্রেম সংখ্যার কবিতায় অঙ্কুশ পাল

গন্ধরাজ
যেকটা গন্ধরাজের কুঁড়ি এসেছিল, ঝড়ে পরে গেছে সব
রামধনুর রঙিন আশকারাতে, আকাশে ঝলমল করছে সোনালি আভা
ইদানিং স্কাইপ ছাড়া আরো বহু ভাবে দেখা যায় তোমাকে
কিন্তু বৃষ্টি ভেজা তোমার ছাদে ফোটা গন্ধরাজের গন্ধ কি কেউ দিতে পারে?
মন গুমরে ওঠে বাজ্রপাতের গুড়গুড় হুঙ্কারের মধ্যে দিয়ে
ঝিমিয়ে পরা বৃষ্টি মাঝে মাঝে গতি বাড়িয়ে নিচ্ছে যখন তখন
দিগন্তে মিলিয়ে যাচ্ছে রামধনু, আকাশে আলসেমি করছে সন্ধ্যে,
শীতল হাওয়া শরীর ছুঁয়ে যাচ্ছে অবিরাম; মন কে তুমি ছাড়া আর কেউ ছুঁতে পারেনি!