কবিতায় অমিত পান্ডে

সাদা – কালো
আমার কাছে আজকে যেটা সাদা, তোমার কাছে হতেই পারে কালো,
পাশাপাশি উল্টোটা ও তো আছে, সত্যি টা হোক যত ই মন্দ ভালো।
মিথ্যে শুধুই কাদা ছোড়াছুড়ি, ছুঁড়ছে কাদা সবাই সবার গায়ে,
রাজার নীতি হোক না রাজার মত, ব্যক্তিগত আক্রমনে নয়।
মতান্তর তো হতেই পারে ঠিক, মনান্তরের জায়গা কেন তবে,
রাত দুপুরে বিপদ এলে ঘরে, পাশে কি আর কাউকে তখন পাবে?
এক চুমুকে ই উঠুক ভীষন ঝড়, সকাল বেলা তুফান উঠুক চায়ে,
তর্ক টা থাক নিজের কাছে দামী, আঁচ না লাগে বন্ধুত্বের গায়।