একটু ছুঁয়ে থাকলে দোষ কি?
শুধু একটু ছোঁয়া!
আকাশ একবার মাটিকে ছোঁবে
মেঘ একবার বৃষ্টি ছোঁবে
নদীর দুই পাড় গলা জড়াজড়ি করে বলবে
এতদিনের জমিয়ে রাখা কথা
না হয় একবার,
একটি বারের জন্য উৎস ছোঁবে মোহনায়
মরু বালিয়ারী ছোঁবে সমুদ্র সৈকত
গ্রীষ্ম ছোঁবে শীতের কিনারা
উত্তর মেরু দক্ষিণ মেরুর গালে হাত ছুঁইয়ে বলবে
“কেমন আছো? ”
অমাবস্যা পূর্ণিমা, আলো অন্ধকার ,কালো সাদা
একসাথে পালন করবে মিলনোৎসব
সব রং মিলেমিশে একাকার হবে
শুরু আর শেষ গাইবে মিলনের গান
গলা মেলাবে সাথে জীবন মরণ
ধনী দরিদ্র ভেদাভেদ মুছে যাবে একেবারে সত্যি করে
একবার এক মুহূর্তের জন্য
সেই ফাঁকে আমিও তোমায় ছোঁবো একবার
এক মুহূর্তের জন্য হলেও
না হয় তারপর সব এক রকমই হোক
তারই ফাঁকে গিলে নেবো জীবন এক ঢোঁক