T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় অনুভা নাথ

মনসিজ
আলতো সাদার গল্পে অল্প ভুল
দিনগুলোতে চড়ুই সময় জমে
বরফ সাজায় বিরহদিনের ফুল
কাব্য মাখে বিষাদমেঘের ঘুমে।
নীলছোপ আর মিহি রোদ কথা বলে
বিরহ শহরে শোক ভেজে প্রতিদিন
দুঃখ মাপে রোদ রেলিঙের জলে
বাড়তে থাকে মনখারাপি ঋণ।
বইয়ের পাতায় বিষন্ন এক শীত
এই শহরের রাস্তা বিপথগামী
রুখু ঠোঁট ছোঁয় সর্বহারার গীত
মেঘলা রঙে হৃদয় রাঙাই আমি।