সাতে পাঁচে কবিতায় আল্পনা মিত্র

কবি তুমি কার
কবিনী! কবিতা লিখলে লালাভ স্পন্দনে
তিলে তিলে জমে ওঠা নীলিমার উষ্ণ জরায়নে
একবিংশ শতকের শূন্য নিঃস্বপ্ন আকাশে জ্যোৎস্না লাগা
মেঘের ঝুলনা –
হোক অলীক, অদ্ভুত, হাস্যকর বা যে যা ঠাওরালো
শুধু তুই বেঁচে গেলি, দুঃশাসন অন্যদের ছুঁলো।
চারিদিক কালো-মাথা, তবু লিখলে! গোধূলিতে কি সুন্দর
রেস্তরার ওই লাল সিন্ধুজল
তরঙ্গ ছড়ায় পরীদের গন্ধবাহী মন্থর হাওয়া
হোক ক্ষীণায়ু মোমের মতো ম্লান সূর্য
শুধু তুই বেঁচে গেলি, দুঃশাসন অন্যদের ছুঁলো।
কোনো কোনো বোকা চোখ, দ্যাখেনি তোকে!
লিখেগেলে স্বপ্নের উজ্জ্বল দাগে –
কাঁকিয়ে ওঠা অপেক্ষামান স্তব্ধ পটভূমি
হয়তো বা আকাঙ্ক্ষার কঠিন আঁচড়ে তা
ভরে গেলো
শুধু তুই বেঁচে গেলি , দুঃশাসন অন্যদের ছুঁলো।