কপালের বলিরেখার ভাঁজে ভাঁজে,
জমা থাকে কত ইতিহাস,কত গল্প।
কিছু তার জানা যায়,কিছু রয়ে যায় অজানা,
জীবনের জলছবি যে এমনই যার সবটা জানা হয় না।
পড়ে যাওয়া দাঁতের কোটরে,
জমা হয় সেই সব দুঃখ,যার খবর কেউ জানে না।
জমানো দুঃখের উপরে সুখের সিমেন্টের প্রলেপের নিচে,
নিঃশ্চিন্তে ঘুমায় সেই সব গোপন দুঃখেরা।
ঘোলাটে চোখ আর রুপালি কেশের মাঝে,
চুপটি করে আছে কত বসন্তের বাহার।
যার আবিরের আবরণে,
শান্তিতে বেঁচে থাকে প্রাণ-মন।
ঝুলে পড়া চামড়ায় লেগে থাকে,
কিছু সুখানুভবের পেলব ছোঁয়া।
সেই ছোঁয়াটুকুই নিয়ে আসে রাতভর ঘুম,
যে ঘুমের সবটুকুই থাকে সুখস্বপ্নে মোড়া।
অস্থি চর্মসার হাতে জেগে ওঠা শিরা উপশিরার রক্তিম তরলে,
অনুরণিত হয় মায়াবী সময়ের ঝংকার।
জানিয়ে দেয় —
উদীয়মান রবি আর অস্তগামী সবিতার কিরণ এক হয় না।