T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় অমিত মজুমদার

যুদ্ধ শেষের পর
মেঘের কুসুম বাদল রঙে আঁকা
রোদের গায়ে প্লাবনভূমির পলি
তুমি এখন আপন মনে বসে
পড়তে পারো ক্ষিতিশ বংশাবলী।
এই যে কৃষ্ণ, নগর খুঁজতে চেয়ে
ছুঁয়ে ফেললো সূদর্শনের চাবুক
বাকি কথায় কান দিও না মোটে
ওসব বরং অন্য লোকেই ভাবুক।
পাঞ্চজন্য তোমার সাথে আছে
ফুঁ দিলেই সে সিংহ সেজে ওঠে
বনের যত হরিণ শাবকেরা
প্রাণের দায়ে নদীর আগে ছোটে।
রাতের তারায় প্রহর জাগা চোখে
দেখতে যাবো ভোরের গলা সাধা
কে যেনো ফের দেখিয়ে দিলো দূরে
দোলনা জুড়ে শ্রীকৃষ্ণ আর রাধা।
দুলুক না হয় মৃদঙ্গে ঝড় ওঠায়
এই পৃথিবীর কোরাস গেছে থেমে
তুমিই আবার প্রশ্ন করতে পারো
যুদ্ধ কেনো বদলে গেলো প্রেমে ?
এ পণ আমার ধনুক ভাঙা ছিলা
বিষাক্ত তীর বিদ্ধ করে মন
যতই বলো যুদ্ধ শেষের পরেই
একটুখানি প্রেমই প্রয়োজন।