দিব্যি কাব্যিতে অরবিন্দ মাজী

প্রেম করবে বুঝেসুঝে
প্রেম করে করেছিলাম ভীষণ ভুল,
গুনে চলেছি এখনও তারই মাশুল।
কান ধরছি প্রেম করবো না আর,
এজীবনে ভুল করবোনা পুনর্বার।
আমার মতো এমন কান্ড করোনা,
ব্যর্থ প্রেমে জীবন যন্ত্রণায় মরোনা।
দরকার হলে প্রেম করবে বুঝেসুঝে,
ঠিক করে চোখ খুলে,অনেক খুঁজে।
ইচ্ছে হলে কথাগুলো মন দিয়ে শুনবে,
নচেৎ জীবনভর ভুলের মাশুল গুনবে।