|| ২৩শে জানুয়ারি – নেতাজী স্মরণে || লিখেছেন আল্পনা মিত্র

আমার স্বপ্নের নেতাজী
নেতাজী! – তুমি যেন আছো বসে নদীর ধারে
জ্যোৎস্না ঝলমল করছে তোমার
কাঁধের তিন তারায়, পায়ের পাতা
জলে আছো ডুবিয়ে।
নেতাজী! – তুমি যেন আজ তাকিয়ে শান্ত চোখে
তিন ফুট দূরে তোমার চকচকে বুট
আজ অন্যমনস্ক তুমি
একটা নিহত পাখির ছানা তোমার হাতে।
নেতাজী! – হয়তো তোমার চকচকে বুটের ভিতর
ছিটেফোটা শিশির জমেছে, সর্বত্রগামী
জ্যোৎস্না কুন্ডলী পাকিয়ে শুয়ে
তোমার বুটের গহ্বরে।
নেতাজী! – তোমার ফেলে যাওয়া বিহ্বল স্টেনগান
যার চারিদিকে ঘাস, পোকার গুজন
শেষ ফাল্গুনের বাতাস তোমার ইউনিফর্মে
অর্ন্তধ্যানের শেষ চিহ্নটুকু ভিজে গেছে শিশিরে।
নেতাজী! – মনে হলো, তুমি বললে ‘ হ্যান্ডস আপ’
হত্যাকারীর হাত থেকে পড়ে গেলো ছুরি
ঋতুরাজ দাঁড়ালো দু হাত তুলে
পুষ্পের গিঁট খুলে গেলো পার্কে, পুকুর পারে,গরীবের পাড়াগাঁয়ে।
নেতাজী! – স্বপ্ন নয়। ফিরে এসো আমাদের জন্য
আরেকবার একই ভঙ্গীতে তাকাও সন্ত্রাসবাদীদের দিকে
বলো – ‘হ্যান্ডস আপ’ , ‘হ্যান্ডস আপ’
রক্ত ঝরাও শিশির সিক্ত চোখে,আমার
স্বপ্নের জ্যোৎস্নায় একাকী থেকো না দাঁড়িয়ে।