T3 || প্রভাত ফেরি || বিশেষ সংখ্যায় অরণ্য মিত্র

স্বপ্ন দেখার জগৎ
এখনও স্বপ্ন দেখি রোজ
দেখি বলেই
সাত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঝাঁট দিই উঠোন
যেন এক্ষুনি এসে পড়বে কেউ I
বাসি শরীর ধুয়ে ঘুঁটে জ্বালিয়ে চুলায় চাপাই চায়ের জল
কোমরে আঁচল গুঁজে ন্যাতা দিয়ে মুছে দিই মেঝে
যেন এক্ষুনি এসে পড়বে কেউ I
ততক্ষণে চেনা চড়ুইগুলো ধান খেতে জমা হয়েছে আওতায়
পয়া শালিকদুটো ঝগড়া করতে করতে আড়চোখে মাপছে মতিগতি
আবদুল চাচা লাঙ্গল কাঁধে যাচ্ছে মাঠে
প্রতিদিনের চেনা ছন্দ মাড়িয়ে যেন এক্ষুনি এসে পড়বে কেউ I
শালপাতার ঠোঙ্গায় গরম গরম হিং-য়ের কচুরী আর মুচমুচে জিলিপি
আরো এককাপ আদাদেয়া চায়ের ফরমায়েশ
দুপুরের আহারের খোঁজখবর তারপর
ছিপ নিয়ে ডোবার পানে হাঁটা
যেন এক্ষুনি এসে পড়েছে কেউ I
সারাদিনের রান্নার জোগাড়
বিবিধভারতীতে পুরোনো গানের অনুরোধের আসর
আঁচলে হলুদ মুছে তড়িঘড়ি ঠাকুরের জন্য ফুল তোলা
যেন এক্ষুনি সে আসার পর আর পাওয়া যাবে না সময় I
খুঁটেখুঁটে চারপাশ দেখা হয়ে গেলেই
খুঁটিনাটি নিয়ে শোরগোল তুলবেই দুপুরে
শেষে রাগ কমাতে একগাদা দিব্যি কাটতে হবে হাসিমুখে ,
এখনও এভাবেই স্বপ্নে অতীত দেখি প্রতিদিন
মনে হয়
যেন এইমাত্র ঘটে গেছে কিম্বা ঘটতে চলেছে চেনা ঘটনাগুলো
মনেহয় এক্ষুনি এসে কেউ বলবে
” দুধ উথলে গেলো যে
কিসে এতো বিভোর থাকো বিভাবরী ” I
জানো ,
আমি এখনও স্বপ্ন দেখি সারাদিন
শুধু
তুমি চলে যাওয়ার পর জাগিয়ে দেওয়ার কেউ নেই ।