ক্যাফে কাব্যে অমিতা মজুমদার

পানকৌড়ি জীবন
কখনো কখনো মন পানকৌড়ি হয়ে ডুব দিতে চায় অন্তর সমুদ্রে,
মাথা তুলে দেখে সে আছে আলো ঝলমলে সোনালী শৈশবে।
আবার ডুব!
সোজা কৈশোর পেরিয়ে বয়ঃসন্ধিতে।
তারপর ঢেউয়ের দোলায় ভাসতে ভাসতে,
বসন্তের ভরদুপুর সম যৌবনের দোরগোড়ায়।
বিকেল গড়িয়ে সন্ধ্যা যখন নামে,
ক্লান্ত শ্রান্ত পানকৌড়ি অবসন্ন ডানায় ফেরে আপন কুলায় পানে।
শুকিয়ে যাওয়া নদীতে জমা বালির নিচের জলের শব্দ খুঁজতে খুঁজতে,
পৌঁছে যায় জীবনের শেষ প্রান্তে।