T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় আল্পনা মিত্র

শারদীয়া বাসনা
আজন্ম তোমাকে ‘মা’ বলে ডেকেছি হে শারদকন্যা!
দু’হাতে আধাঁরের যবনিকা সরিয়ে, আধো মুখে বলেছি – মা!
ভোরের দারুন দীপ্ত তেজে,তোমার চুমায় লভেছি মনুষ্যত্ব
দারুন দুঃখের রাতেও তোমার নীলিমায় তুমি আমার জ্যোর্তিময়ী নক্ষত্র,
মুখ তোমার, ভোরের সিঁদুরে রাঙা সিঁথি! যেন রক্ত জবা
এ হৃদয় করো সোনা, স্থলপদ্মে দিয়ে পা
ঋতু বদলের খবর দিয়ে, শুধুই কি চলে যাবে মা!
নিষ্ঠুর সময় বড়ই, দিনের সঞ্চয় দিয়ে যেতে ভুলনা।
আজ অবেলায়! প্রেমের শাসন দাও না একটু ‘মা’
হাত ধরো মা! অপ্রেমের নরকে আর যেতে দিওনা।