দিব্যি কাব্যিতে অরবিন্দ মাজী

সে থাকি জেগে
দিনের আকশে বহুদিন সাতরঙা
রামধনু হয়নি দেখা,
রাতের আকাশে নীল ধ্রুবতারার
থেকে হয় নি শেখা।
শিখতে চেয়ে হয়েছি পুরো ব্যার্থ
দিক নির্নয় করতে,
ধ্রুবতারা সাথে দেয় নি আমায়
লুব্ধকটিকে ধরতে।
লুব্ধকটি ধরতে আমি রাত্রিবেলা
বসে থাকি জেগে,
সেটা দেখে পরে পাড়ার ছেলেরা
যায় ভীষণ রেগে।
কেউ কেউ আমায় পাগল বলতে
খুবই ভালোবাসে,
সেটা জেনে রামধনু ও ধ্রুবতারা
মিটিমিটি করে হাসে।