T3 || স্তুতি || শারদ বিশেষ সংখ্যায় আলোক মণ্ডল

দ্রোহকাল
এখন দ্রোহকাল। চুপ করে থেকো না।
সহস্র বৃষ্টি ধারা কালো মেঘ
ঝরে যাও জল
উত্তোলিত বৃক্ষ শাখা উন্মত্ত ভেতরে ভেতরে
শব্দ ছোড়, কালো মুখ ভোতা করে
ভেঙে ফেলা মূর্তির মতো ভেঙে ফেল মুখ।
চোখের পলক যাক উড়ে
বিরামের সময় কই!
যতটা কষ্ট নিয়ে,আর্ত চিৎকার ছড়িয়ে
রাত জানিয়ে দিল নিহত নদীর কথা
ততটা ক্ষত দাগ ফুটিয়ে তোল
অক্ষর স্বরাগমে
লিখে রাখ, বৃষ্টির দিনে,এই দ্রোহকাল।