দিব্যি কাব্যিতে অরবিন্দ মাজী

মেঘবালিকাদের সাথে
এই সুন্দর রাতের বেলায় দেখছি
আমি মেঘেরদের খেলা,
কেমন করে মেঘেরা সকলে মিলে
বসায় সেথা আনন্দ মেলা।
উড়ছি আমি নীলাকাশের ভেতর
মেঘবালিকাদের সাথে,
ওদের ইচ্ছেগুলোকে মূল্য দিতেই
বিকেল থেকে রাতে।
পাইলট দুজনেই ভাসিয়ে যাচ্ছেন
আমাদের এই ভেলাটা,
আছি সবাই আমরা খুব নিশ্চিন্তে
ভেবে চলেছি এটাসেটা।
রাতের আঁধারে ঝকঝকে আকাশে
হচ্ছি আনন্দে আত্মহারা,
এখন চাইছি আমি দেখতে আমার
হৃদয় হরণ করছে কারা।