দিব্যি কাব্যিতে অরবিন্দ মাজী

মানুষ নাকি শ্রেষ্ঠ জীব
স্রষ্টার সৃষ্টি শ্রেষ্ঠ জীব হলো মানুষ,
মানুষ নাম হলেও হারিয়ে ফেলছি
ইদানীং আমরা অনেকে মান -হুশ।
গোটা বিশ্বের উন্নয়নের কথা ভুলে
মেতেছি অনেকে যুদ্ধ যুদ্ধ খেলায়
থামার কথা বলছিই না প্রাণ খুলে।
মানুষ মরছে আজ পেটের জ্বালায়
সেদিকিতে নেইকো কারও ভ্রূক্ষেপ
উন্নয়নটা থমকে আছে অবহেলায়।
কি করে বলি , আমরাই শ্রেষ্ঠ জীব
লড়াই আর যুদ্ধ ছাড়া কিচ্ছু বুছিনা
কোথায় গেলো সত্য,সুন্দর ও শিব!
আমরা শুধু শিখেছি লড়াইয়ে যেতে,
অন্যকে ও নিজেকেও শেষ করতে।