T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় অনুপ মণ্ডল

সুমুখ জোছনা

আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে বাঘ নয় বাঘের জটিলতা
মৃদু হরিণী
আমি পাপ খুঁজিতেছিলাম!নরম ও কুণ্ঠাহীন
নাকি এও এক উন্মাদ আশ্রম
পাপোশ পাতা চারিদিকে
ভেঙে পড়া লবঙ্গলতার পতনজনিত খেদ
তলায় অলক্ষ্য পাপ,তলায় শেকড়বাকড়

সামাজিক দূরত্বে পাতা লাল কার্পেট
আনুপ্রবশ্য উপবনে আমাদের প্রাত্যহিক বপন
হরিণী নয়;নরম লাজুক ঘাসের আড়ালে
বীর্য ধরার ফাঁদ

ঘাসের খিদেতে মরা নদীর দু’কুল বিয়োচ্ছে সুমুখ জোছনা

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।