ক্যাফে কাব্যে অধীর কুমার রায়

কলঙ্ক
তোমার আমার দিনলিপি নিয়ে
একটা খাতা তৈরি হয়ে গেল।
সমাজের চোখে খাতাটার মলাট গেল খুলে।
কারা যেন কু দৃষ্টিতে তাকিয়ে রইল আমার মুখের দিকে। আর সহ্য হয় না।
খাতার কতগুলি পাতা ফেললাম ছিঁড়ে।
এবার কে যেন ভাঙা দাঁতে মিচকি হাসতে
লাগলো। রাগ করে খাতাটা জানালা দিয়ে উড়িয়ে দিলাম আকাশে।
ওই ভাঙা দাঁতের ফাঁক দিয়ে তবুও জর্দা পানের পিক এসে পড়লো আমার সাদা পাঞ্জাবিতে, কলঙ্কিত হলো পবিত্র জোৎস্না স্নাত প্রেম।