T3 || ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস || এ আবুল খায়ের নূর

একুশ মোদের ভাষা
একুশ মোদের ভাষা,
একুশ মোদের আশা।
একুশ মোদের মায়ের পরশ,
একুশ মোদের মুক্তির দরশ।
একুশ ধরেই স্বাধীন হলাম,
একুশ ধরেই মুক্তি পেলাম।
একুশ মোদের প্রাণ,
একুশ মোদের গান।
একুশ মোদের রক্ত গাঁথা,
একুশ মোদের নকশি কাঁথা।
একুশ মোদের স্বপ্ন আশা,
একুশ মোদের বাংলা ভাষা।
এই ভাষা যে খাঁটি খাঁসা,
এই ভাষাতে মিটে আশা।