কবিতায় পদ্মা-যমুনা তে আবুল খায়ের নূর

জাগো
ভাংঙরে ভাংঙ লোহার তালা
খোলরে তোর মনের জনালা,
দুর কর সব অন্ধকার
ডেকে আন আশার দুয়ার।।
জাগরে তোরা জাগো
দেশের যুবকরা জাগো,
তোর ডাকে দিবে সারা
দেশের সর্ব সমাজ।।
ভংঙরে এবার ভাংঙ
সব অন্ধের দুয়ার,
তোর হুংকারে পাবে ভয়
দেশের কালো সমাজ।।
জানি তুই পাস না ভয়
রক্তে তোর জোয়ার বয়,
হাতিয়ার তুই ধরিস
দেশের দুর্ভিক্ষের সময়।।
করিস তুই অন্যায়কে পতিরোধ
দেখাস আবার শান্তির পথ,
তোর কাছে চির ঋনী
দেশের এই নির্ঘুম সমাজ।।