হৈচৈ কবিতায় আবুল খায়ের নূর

ঠ্যালা
গোলামের বেটা ছালাম খাইছে ঠ্যালা,
হাপুস হুপুস করতেই এখন কাটছে বেলা।
চানখারবিলে লটকিয়ে পাঙ্খা গরমিতে,
মরলো খুদায় ভাইপো তার বরমিতে।
ফফরদালালি আর কত কাল,বুঝবি কবে?
বুদ্ধিশুদ্ধি জ্ঞান গরিমা এই জনমে কি তোর হবে?
ধোকা দিয়ে দিয়ে তুই নেই হয়ে যাস,
এ সব করেই জগতে তুই কি পাস?
না পেলি সুখের বদ্যি,না পেলি কোনো হিসেব ফর্দি
ব্যাজাল ট্যাজালে জীবনটারে তুই রাখলে বেঁধে সর্দি।
এসব ছাইপাস ছাড়না এখন?
দুধের সরে ধরনা মাখন?
পাগলামিতেই তুই রইলি ডুবে,ছলচাতুরির ভুলে,
সেই ভুলেতেই জীবনকূলে ঝুলবি একদিন শূলে!