T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় অজিত কুমার জানা

পরিশ্রম
ঘোড়ার পায়ে ওড়ে ধূলো,
সূর্য্য রোদের তীর ছুঁড়ে।
শুধরে ঘোড়া বিগত ভুলগুলো,
আধুনিক অস্ত্র অনুশীলন জুড়ে।।
চকচকে ধারালো অবাধ্য শপথ,
মৃত্তিকা খুঁড়ে আনে জল।
খেলার মাঠে খেলোয়াড়রা বিপথ,
একারই পায়ে নাচে বল।।
চারা বাড়ে বিশাল বৃক্ষবট,
শাখা হতে নামে ঝুরি।
স্রোতের বিপরীতে বদলায় পট,
তীর বেগে ছুটে তরী।।
শির নত করে লক্ষ্য,
শংসাপত্র হাতে হাওয়া আসে।
গ্রীলের ফাঁকে জোছনা পক্ষ,
উঠোন জুড়ে ফসল হাসে।।