কর্ণফুলির গল্প বলায় আলমগীর কবীর হৃদয়

প্রিয়জন

রুপক বার বার মোবাইল এর দিকে তাকাচ্ছে, এই বুঝি রুপকথা’র কল আসবে। নাহ্ ঘড়ির কাটাটা রাত ১২:০১ পেরিয়ে গেল তবুও মোবাইল এর স্কিন’টায় আলো জললো না, এমন তো কখনও হয়নি যে রুপক এর জন্মদিনে প্রথম উইশ রুপকথা ছাড়া অন্য কেউ করতে পেরেছে। তবে কি? রুপকথা ভুলেই গেছে মন থেকে, এমন ভাবনা জুড়ে বসেছে রুপকের মনে। বেশ অস্হির হয়ে উঠেছে রুপক। মোবাইল হাতে নিয়ে অন করে দেখছে রুপকথা’র কোন ম্যাসেজ এসেছে কি-না, নাহ্ সেটাও আসেনি। এখন আর ধৈর্য্যর বাধ মানল না রুপকের, নিজেই ফোন করলো রুপকথা কে কিন্তু রুপকথা’র ফোন ও সুইচ অফ। কেন এমন করছে রুপকথা? কথা কাটাকাটি ঝগড়া কার হয়না। তাই বলে ও এমন করবে? এমন ভাবনা ভাবছে আর ঘড়ি’র কাটায় চোখ রাখছে, ঘড়ির কাটা মধ্যেরাত পেরিয়ে গেছে ১:৩০ এখন। রুপকথা কথা দিয়েছে জীবনে যদি কখনো দুজন দুরত্বেও থাকি তবুও কেউ কখনো কাউকে ভুলে যাবোনা, ভুলবোনা স্পেশাল দিনগুলো, ভাললাগা মুহুর্তগুলো। তবে কি সবই মিথ্যা। সবই সময়ের প্রয়োজন সবকিছু মেকি? রুপকথা একটি স্বতন্ত্র নাম চেয়েছিল, বলেছিল যে নামটি শুধু তুমি আর আমিই জানবো, দাওনা এমন একটি নাম যে নামটিই বলে দিবে আমাদের সম্পর্ক র মানে। রুপক সেদিন রুপকথা’র নাম দিয়েছিল প্রিয়জন। রুপকথা’র প্রশ্ন ছিল, প্রিয়জন কেন? রুপকের সেদিনের উত্তর ছিল আপনজন, কাছেরজন, ঘরেরজন অনেকেই হতে পারে কিন্তু প্রিয়জন একজনই হয় রুপকথা, যে শর্তবিহীন মনে বসত করে, তাকে কেউ কোন কারণে দূরে সরাতে পারেনা। তাই তুমি আমার প্রিয়জন। সেদিন রুপকথা, রুপকে’র সে উত্তরে আনন্দঅশ্রু ঝরিয়েছিল দুচোখে। রুপকের হাতদুটি খুব শক্ত করে ধরে বলেছিল রুপক কখনো আমাকে ভুলে যেওনা, একা হয়ে যাবো তবে, যদি কখনো পথ ভুলে যাই খুজে নিও আমাকে অভিমান করে থেকোনা প্লিজ… আজ রুপকথা’র সব কথাগুলো এক হয়ে মনে পড়ছে রুপকের। যে রুপকথা বলতো আমার আপন বলতে তোমাকেই জানি। নাহ্ অপেক্ষা দীর্ঘতর হচ্ছে কিন্তু কাঙ্খিত নাম্বারটি থেকে কোন কল আসছে না, শত ভাবনা’র মাঝে রাতের সময়টুকু শেষ হয়ে এলো, ফজরের আযান ভেসে আসছে কানে,ঠিক সেই সময় একটি এস এম এস এলো রুপকের বন্ধু শিহাব এর নাম্বার থেকে, বন্ধু শুভ জন্মদিন শুভেচ্ছা অফুরান… তোর রুপকথা আজ শিল্পপতি রাশেদ সাহেব কে বিয়ে করেছেন। তোকে জানিয়ে দিতে বলেছে তুই যেন ভুলে যাস রুপকথা নামে কেউ ছিল তোর জীবনে… ওর আগের নাম্বারটি আর ইউজ হবেনা, নতুন নাম্বার নিয়েছে। রুপকথা এটাও বলেছে রুপককে বলে দিও ভোরের সূর্যদয়ের সাথে যেমন নতুন একটি দিনের শুরু হয়, আগের দিনটি চলে যায় না ফেরার দেশে ঠিক আমিও তেমনি ছিলাম গতকাল পর্যন্ত রুপকের জীবনে…
রুপক যেন সবকিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে, ভোরের আলো চারদিকে ফুটছে-আর রুপকের কাছে পৃথিবীটাই যেন অন্ধকারে পরিপূর্ণ মনে হচ্ছে। তবুও নিশ্চুপ উচ্চারণ ভালো থেকো প্রিয়জন…

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।