মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীতে
মনে পড়ে তোমাকে
স্বাধীন বাংলাদেশের স্থপতি, স্বাধীনতার মহানায়ক
বাঙালি জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
তুমি বাংলার খোকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
মনে পড়ে যায় আজ ৭১ এর সেই দিনগুলি
পাকিস্তানের শোষণ থেকে মুক্তির সংগ্রামে
তোমার বজ্রকঠিন উচ্চারণ
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”
সেই অমিয় শব্দের ঝংকারে কাঁপন ধরেছিলো
পাকিস্তানি শাষকের বুকে
শক্তি আর সাহসের অগ্নি জ্বলেছিলো
প্রতিটি বাঙালির প্রাণে মা মাটি দেশ রক্ষা করতে
জয় বাংলা জয় বাংলা স্লোগানে
মায়ের কোল হয়েছিলো বাংলার জমিন
রক্তে ভেজা মাটির প্রতিটি কণা
দূর্বার করেছিলো কৃষক শ্রমিক ছাত্র মা বোনদের
শপথ একটাই স্বদেশ ভূমির স্বাধীনতা পেতে হবে
দীর্ঘ নয়টি মাসে ত্রিশ লক্ষ মানুষ জীবন দিলো
হাসি মুখে মৃত্যু কে করলো আলিঙ্গন
কত মা বোন হারালো সম্ভ্রম সে অগণন
বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যখন বাঙালি
তখনই জাতিকে করতে মেধাশূন্য
করলো বুদ্ধিজীবীদের হত্যা তারিখ ডিসেম্বর চোদ্দ
তবুও হয়নি রক্ষা পাক হানাদার বাহিনীর
আত্মসমর্পণ করে বাংলাদেশ ছাড়তে হয় বাধ্য
১৯৭১ ডিসেম্বর ১৬
বিজয়ের উল্লাসে হাসে বাঙালি বাংলাদেশ উচ্চারণে
বিজয়ের সূবর্ণজয়ন্তীতে আজ শ্রদ্ধায় স্বরণ করি
সকল বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা নারীর ত্যাগ কে।