কবিতায় পদ্মা-যমুনা তে আলমগীর কবীর হৃদয়

একা
জানিস তো, দিন শেষে সবাই একা…
প্রতিটি রাতের কাছে
সকলেই অসহায় আত্মসমর্পণ করে
আমিও নিজেকে একাকি, একা ভেবে নিয়েছি
সেখানে তোকে পেলাম কি না?
তোর ভালোবাসা,আমাকে বাচঁতে শেখালো কিনা?
এত সবের ভাবনারা
এখন আর খুব একটা ভিড় জমায় না
কারো সাথে
অযাচিত অশোভন আচরণ করি না।
বিষন্নতা দীর্ঘশ্বাস ঘরকুনো হয়ে বসে থাকা
এসব বিষয়ের ধারে কাছে ঘেঁষতে হয় না
নিজেকে একা ভেবে নিয়েছি বলে
নিজেকে একা ভাবলে
তোর কাছে যেমন
চাওয়া পাওয়ার আকাঙ্খা থাকে না
ঠিক তেমনই তুই কাছে এলে
ভালো লাগে ক্ষণিকের মুগ্ধতা থাকে
কিন্তু তুই নিরুদ্দেশ হলে
আগের মত কষ্টে পোড়ে না মন
কারণ নিজেকে একা ভেবে নিয়েছি
পৃথিবী বল সম্পর্ক বল আর সময় বল
সবই প্রয়োজনের কাছে বন্দি
কেউ কারো নয়
সবাই একা রাতের মত নিঃসঙ্গ
দিনের কোলাহল সে জীবিকার জন্য
জীবন একা একদম একা
শংকা নেই তোর,জীবিত কালের এ জীবনে
প্রয়োজনে সবাই সবার কাছে আসে
আমি একাকি বলে
তোকে ফেরাবো না কাছাকাছি এলে
তবে একান্তই ডুবে যাবো না তোর মাঝে
অহেতুক কষ্টের চাষাবাদে
অধিক ফলনের আশাতে
নিজেকে একা ভেবে নিয়েছি বলে…