কবিতায় পদ্মা-যমুনা তে আলমগীর কবীর হৃদয়

গীতি কাব্য
১|
ভুলতে চাইলে করবো না বারণ
ভুলে যাওয়াটার বলে যেও কারণ
তুমি ভুলে গেলে মনে রাখার
পড়বে না আর কোন প্রয়োজন
বড় আয়োজন করে ডাকবো না কাছে
থাকবে সুখে দিনে রাতে
ভুলে যাবে নিশ্চয় তোমার আমার
সুখের ক্ষণগুলি ভেবে অকারণ…
২|
ভুলে যাবো আমি তোমাকে দেওয়া সবি
কথা ছিলো এ প্রেম রবে জনমও জনম
থাকবে না বয়স যৌবনের হাতছানি
দুজনের ভালোবাসার মাঝে হয়ে অন্তরাল
ভুলে যাও যদি আজ ভুলে যাবো আমি
তোমার আমার ফেলে আসা দিনগুলি
ভুলে যাবো আমি তোমাকে দেওয়া
সকল প্রতিশ্রুতি…
৩|
বৌ বৌ খেলা বুঝি ছিলো অভিনয়
বলেছিলে আছি যেমন থাকবো তোমার
কাছে দূরে থাকি যেথা যখন যেমন
জীবন যদি অন্য স্রোতে টানে বিপরীতে
তবুও তুমি আমারি রবে মনে প্রাণে
আজ কথায় কথায় বড় ব্যাস্ততা তোমার
ভুললে কি রে সেসব কথা বলোনা আমায়
আমিও ভুলে যাবো সবকিছু তোমার…