হৈচৈ কবিতায় অশোক কুমার ঘোষ

হরিণ ছানা
হরিণ ছানা, হরিণ ছানা!
আমার কাছে এসো না!
তিড়িং বিড়িং লাফাও কেন ?
একটুখানি দাঁড়াও না !
লাফিয়ে চলাই আমার ধরন,
এখন তুমি পালাও!
কচি কচি ঘাসের খোঁজে
আমার লাফিয়ে চলা।
সময় যে হাতে নেই এখন
পরে হবে কথা বলা !
শিং গুলো সব আঁকা বাঁকা,
গায়েতে ছাপা জামা ।
তোমার সাথে বলতে কথা,
আমার পথে নামা !
ঠিক আছে সোনা দাদা ভাই,
যাচ্ছি এখন চলে ।
সন্ধ্যে বেলায় দাঁড়িয়ে থেকো,
যাবো যে কথা বলে !