কবিতায় পদ্মা-যমুনা তে আহমেত কামাল

ঘুম – ২
এখানে রাত নামে
পাখিদের কান্না নিয়ে।
সড়কের মতো
বড়ো হয় শ্বাসের দৈর্ঘ্য।
আমি একবার পাখি আঁকতে চেয়েছিলাম
তুমি থামিয়ে, সম্পর্ক বা
প্রেমের বীজ আঁকতে বললে।
পাখিদের নাকী নিজস্ব বাড়ি থাকে না। থাকে না
সম্পর্কের সুতো। কিংবা টান
আমি –
ফিরে যাই সম্পর্কের দিকে –
অথচ,
সম্পর্ক এখন সমুদ্র। রোজ ভাসিয়ে নিয়ে যায় আমার ঘুম। ঢেউয়ে, ঢেউয়ে।