কাব্য কথায় অমলেন্দু কর্মকার

মেঘ বালিকার সাধ

তোমরা আমায় চিনবে নাকো আর-
লোকে আমায় ‘মেঘবালিকা’ বলে,
‘আমার’ লেখা চিঠি খুলে দেখো
‘আমি’ কভু দূরে চলে গেলে |
‘আমি’ যখন থাকবোনা এই গাঁয় –
সেদিনো যদি ভাবো ‘আমার’ কথা ;
হয়তো পাবো তোমার লেখায় ঠাঁই ;
জানবে সবাই ‘মেঘবালিকা’ র কথা |
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।