কাব্য কথায় অমলেন্দু কর্মকার

ইতি …. উমা

…ওরে আমার পাগল ছেলে, পাগলী মেয়ে ,
একটু সবুর কর;
পিতৃপক্ষ এইতো গেল সবে –
কাশের বনে দোলা লাগুক তবে …
আসছি , তোরা সাজা তোদের ঘর।
আসছি আমি শিউলী ঝরা ভোরে ;
যখন খুশির হাওয়া বইবে দোরে-দোরে ,
ঘরের মেয়ে আসবে ঘরে …
আগমণীর সুরে মাতুক বিশ্বচরাচর ;
আর কটা দিন পর …
আসছি , তোরা সাজা তোদের ঘর।
সাজা , তোরা সাজা তোদের ঘর –
আসছি, তোরা একটু সবুর কর ;
বিষের বাতাস উড়ছে জানি;
সঙ্গে আছেন পিনাকপাণি
শঙ্কা ভয়ের এ হাতছানির পরাজয়ের পর,
…. আসছি ওরে ধৈর্য্য টুকু ধর।
…ইতি__
…….. উমা
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।