কবিতায় পদ্মা-যমুনা তে আহমেত কামাল

দেখিয়ে দেয়া পথ
এ গন্তব্যে কোন মন্তব্য রেখ না।
পারো যদি শীতলতা রেখে যাও,,,
সুগন্ধার।
চৌকাঠ ভেজা মন আমার!
এমন বিবর্জিত জীবন টেনে টেনে আমিও কী লিখতে পারি বেলা শেষের গান।
ক্রন্দন নয়। সামান্য কথা রেখে যাচ্ছি,,,
কখনও যদি সাহস জাগে
ওকে একটু দেখিয়ে দিও আগামীর অগ্রহায়ণ
রঞ্জন নয়নে।